
অন্তরঙ্গ দৃশ্যে অভিনেতারাই বেশি অস্বস্তিতে ভোগেন: তামান্না ভাটিয়া
এবার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া।
তিনি দাবি করেছেন, ‘ঘনিষ্ঠ বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনেত্রীরা নন বরং অভিনেতারাই বেশি অস্বস্তিতে ভোগেন।’ বলিউড হাঙ্গামার এক রাউন্ডটেবিল আলোচনায় একথা বলেন তিনি। তামান্না আরও বলেন, ঘনিষ্ঠ দৃশ্যের সময় অভিনেতারা নার্ভাস থাকেন। নারী সহকর্মীর অনুভূতি কেমন হবে- তা নিয়ে চিন্তিত থাকেন পুরুষরা। এখানে সহকর্মীর সঙ্গে সমঝোতার বিষয় রয়েছে।
এসময় এই অভিনেত্রী ‘লাস্ট স্টোরিজ-২’ তে নিল ভোপালামের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য নিয়েও কথা বলেন। তামান্না বলেন, দৃশ্যটি ধারণের আগে তাদের সঙ্গে কথা বলেন পরিচালক। সেই সঙ্গে তাদের মধ্যে একটি সীমারেখা নির্ধারণ করে দেন।
উল্লেখ্য, নেটফ্লিক্সের অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’ মুক্তি পায় ২০১৮ সালে। এর সিক্যুয়েল ‘লাস্ট স্টোরিজ-২’ মুক্তি পাবে ২০২৩ সালের ভালোবাসা দিবসে। তামান্না এ সিক্যুয়েলের একটি পর্বে অভিনয় করেছেন।
You must log in to post a comment.