
পান্তের চোট কতটা গুরুতর?
দুর্ঘটনার ১২ ঘণ্টা পর এখন অনেকটাই ভাল আছেন ঋষভ পান্ত। তাঁর শরীরের দু’টি অংশে এমআরআই করা হয়েছে। তার রিপোর্ট স্বাভাবিক এসেছে। এমনিতে ভালই রয়েছেন ভারতের এই উইকেটকিপার। বড় কোনও বিপদের আশঙ্কা এখনই নেই।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পান্তের মস্তিষ্ক এবং মেরুদণ্ডের এমআরআই করা হয়েছে। দু’টি রিপোর্টই স্বাভাবিক এসেছে। এ ছাড়া মুখের চোট, শরীরে তৈরি হওয়া বিভিন্ন ক্ষত এবং ছড়ে যাওয়ার জায়গায় প্লাস্টিক সার্জারি করা হবে। জানানো হয়েছে, গোড়ালি এবং হাঁটুর জন্য এমআরআই হবে শনিবার। পান্তের শরীরের প্রচণ্ড ব্যথা রয়েছে। হাঁটু এবং গোড়ালির যে জায়গায় আঘাত লেগেছে, সেটি বেশ ফোলা। তাই শুক্রবার এমআরআই করা সম্ভব হয়নি।
ম্যাক্স হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, ডান হাঁটুর লিগামেন্টের চোট এবং ডান গোড়ালির চোটের জন্য ‘স্প্লিনটেজ’ (অত্যাধুনিক প্লাস্টার) দেওয়া হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে বিকেলে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে পান্তের অবস্থা স্থিতিশীল। তিনি জেগে আছেন। পান্তের ডান কব্জির অনেকটা অংশ ছড়ে গিয়েছে। কপাল এবং চোখের ভ্রূর উপরে ক্ষত তৈরি হয়েছে। পিঠেও বেশ কিছু ক্ষত রয়েছে।
You must log in to post a comment.