
ধর্ষণের পর সেচ কূপে ফেলা হল মেয়েটিকে!
ভারতের উত্তর প্রদেশে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর কৃষি জমির সেচ কূপে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শনিবার পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
থানায় দায়ের করা ভিক্টিমের বাবার অভিযোগ অনুযায়ী, ময়লা ফেলতে শুক্রবার সকালে বের হয়েছিল মেয়েটি সেখান থেকেই তাকে ধরে নিয়ে যায় অভিযুক্তরা। তারপর গণধর্ষণ করা হয় মেয়েটিকে।
স্থানীয় অতিরিক্ত পুলিশ সুপার ত্রিভুবন নাথ বলেন, ‘কৃষি জমির একটি সেচ কূপ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। তার বাড়ি থেকে সেচ কূপটির দূরত্ব ২০০ মিটারের মতো, এসময় তার হাত ও পা বাঁধা ছিল। তার মুখে গুঁজে দেওয়া হয়েছিল কাপড়।’
মেয়েটিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
You must log in to post a comment.