
সংবর্ধনা নিয়ে ফেরার পথে স্কুল ছাত্রী নিহত
নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেলের সাথে কন্টেইনারের মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রী দিয়া মনি (১৬) নিহত হয়েছে। এতে মোটরসাইকেল চালকসহ অন্য আরেক ছাত্র সোহাগ আহত হয়েছে। ছাত্র-ছাত্রী উভয়ে মোটরসাইকেল ছিল।রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ঢেলাপীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী দিয়া আক্তার খানসামা উপজেলার সুবর্ণখুলী গ্রামের দুলাল হোসেনের মেয়ে।খানসামা উপজেলার রয়েল স্টার স্কুল থেকে ২০২২-এ এসএসসিতে জিপিএ ৫ পাওয়ায় অত্র স্কুলে সংবর্ধনা নিয়ে সৈয়দপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় দিয়া।প্রত্যক্ষদর্শীরা জানায়, “তারা মোটরসাইকেলে যাচ্ছিল এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি কন্টেইনারের সাথে সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পরে ঘটনাস্থলেই একজ স্কুল ছাত্রী মৃত্যু হয়। এসময় আহত হয়েছে আরও এক জন ছাত্র।”সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
You must log in to post a comment.