
নতুন বছরে শাকিব খানের পরিকল্পনা
শাকিব খান গত দুই দশক ধরে চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান শীর্ষে রেখেছেন তিনি। বিদায় বছর ২০২২ সালে তার অভিনীত সিনেমা মুক্তি ও অভিনয় ছিলো গড়পরতা। ঘোষণা দিয়েছেন বেশ কিছু সিনেমার। নতুন বছরে তার পরিকল্পনা এরই মধ্যে সাজিয়েছেন। নতুন বছরের পরিকল্পনা নিয়ে শাকিব বলেন, সংখ্যার বিচারে এ বছর কাজ কম হলেও ভালো বাজেটের বড় কাজ করব বেশ কয়েকটি। গত বছর অনেক কাজ নিয়েই পরিকল্পনা হয়েছে। সেগুলো এ বছর বাস্তবায়নের মুখ দেখবে। সর্বোপরি এ বছরটা হবে বেস্ট বেস্ট প্রজেক্ট করার বছর।তিনি আরো বলেন, নতুন বছর একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে আমার। দর্শকদের নতুন কিছু উপহার দেব এ বছর। করোনার পর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ছুটছে। গত বছর এ অবস্থার কিছুটা উত্তরণ হয়েছে। আমাদের জন্য নতুন বছরে আশা করি আরও ভালো কিছু অপেক্ষা করছে।শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’, ‘অন্তরাত্মা’ নামের সিনেমাদুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
You must log in to post a comment.