
রোনালদো নয়, প্রথমে মেসিকে আনতে চেয়েছিলাম: আল নাসের কোচ
কাতার বিশ্বকাপ থেকেই গুঞ্জন উঠেছিল। এরপর বিশ্ব ফুটবলকে চমকে দিয়ে সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন সিআর সেভেন। রোনালদোকে চুক্তি করার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করলেন ক্লাবটির কোচ রুডি গার্সিয়া।
সেখানে তিনি জানান, মেসিকে প্রথমে চুক্তি করাতে চেয়েছিলেন তিনি। তবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের ব্যাপারটা মজার ছলেই বলেছেন ক্লাবের ফরাসি কোচ গার্সিয়া। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকাকে দলে ভেড়ানো নিয়ে প্রশ্ন করা হলে গার্সিয়া কৌতুকের সুরে বলেন, রোনালদো? আমি দোহা থেকে আগে মেসিকে আনতে চেয়েছিলাম।
তবে গার্সিয়ার প্রথম পছন্দ ছিল আর্জেন্টাইন তারকা। তবে তার সঙ্গে কোন রকম কথাবার্তা হয়নি ক্লাব কর্তৃপক্ষের। তবে গার্সিয়ার যে মেসি খুব পছন্দের খেলোয়াড়, তা কাতার বিশ্বকাপেই বোঝা গেছে। বেশিকিছু আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে দেখেছেন এই ফরাসি কোচ।
রোনালদোকে এনে মধ্যপ্রাচ্য তথা এশীয় ফুটবলে সবচেয়ে বড় চমক দেখিয়েছে বিনিয়নিয়ার সৌদি ক্লাব। তবে এখানেই থামছে না তারা, ইউরোপীয় ক্লাব ফুটবলের আরও বড় বড় তারকাদের আনতে চায় তারা। তাদের মধ্যে রয়েছেন সার্জিও রামোস, চেলসির এনগোলো কন্তে এবং জর্জিনহো। উইন্টার ট্রান্সফারে আরও কিছু খেলোয়াড় চুক্তি করাতে চায় আল নাসের।
You must log in to post a comment.