
অভিনেত্রী জুঁইয়ের মা আর নেই
অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের মা আনোয়ারা বেগম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (০১ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আনোয়ারা বেগম। চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে মৃত্যু হয় তার। আনোয়ারা বেগম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের শাশুড়ি ছিলেন।
মোশাররফ করিম ও জুঁই দম্পতির ঘনিষ্ঠজন জনি মিঁয়া জানান, বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন আনোয়ারা বেগম। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল রাত ৮টার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার ভাটারা গ্রামে খান বাড়িতে আনোয়ারা বেগমের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
You must log in to post a comment.