
রাজনীতিবিদদের আয়ের উৎস কী? : উরফি জাভেদ
ভারতীয় জনতা পার্টি-বিজেপি নেত্রী চিত্রা ওয়াগের বিরুদ্ধে মুখ খুলেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী উরফি জাভেদ।
সম্প্রতি উরফির পোশাক দেখে অশ্লীলতার অভিযোগ আনেন ভারতের মহারাষ্ট্রের বিজেপির মহিলা মোর্চা দলের সভাপতি চিত্রা ওয়াগ। উরফিকে গ্রেপ্তারেরও দাবি তোলেন তিনি।
বিজেপি নেত্রীর এই দাবির কড়া জবাব দিলেন উরফি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে উরফি লিখেছেন, “আমি জেলে যেতে প্রস্তুত, কিন্তু আগে আপনি নিজের ও আপনার পরিবারের সম্পত্তির হিসাব দিন।”
উরফি আরও লিখেছেন, “সবাইকে জানান, রাজনীতিবিদদের আয়ের উৎসটা কী! কোথা থেকেই বা আয় করেন তারা।”
উরফির ভাষ্য, “দেশের নেতাদের কোনো কাজ নেই। এরা খুবই বোকা মানুষ। পুরোটাই প্রচারের জন্য আমাকে আক্রমণ করেছে এই নেত্রী।”
সম্প্রতি এক টুইটে বিজেপি নেত্রী চিত্রা ওয়াগ লিখেছেন, “মুম্বইয়ের রাস্তায় নগ্নতার প্রচার করছে উরফি। ওকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এক দিকে নিরপরাধ মেয়েরা কিছু নিম্ন মানসিকতার পুরুষের লালসার শিকার হচ্ছে। অন্য দিকে কিছু মেয়ে এই ভাবে প্রলোভন দেখাচ্ছে।”
You must log in to post a comment.