
উষ্ণতা ছড়াচ্ছে দিব্যা আগারওয়াল
সম্প্রতি ‘বোল্ড স্টাইলে’ ফটোশুট করেছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী দিব্যা আগারওয়াল। আবেদনময়ী স্টাইলে ছবিগুলো উষ্ণতা ছড়াচ্ছে নেটদুনিয়া।
বিগ বস ওটিটি জয়ী দিব্যা আগরওয়াল তার কাজের মাধ্যমে নেটিজেনদের মাতোয়ারা করে তুলেছেন। সাম্প্রতিক দিব্যা আগরওয়ালের ফটোগুলোতে সোনালি রঙের ব্যাকলেস টপসহ সবুজ ঝিলমিল শর্টস পরেছেন। অভিনেত্রী উজ্জ্বল মেকআপ এবং নগ্ন লিপ্সটিক পড়েছে ঠোঁটে।
অভিনেত্রী তার গ্ল্যামার লুক সম্পূর্ণ করতে তার চুল খোলা রেখেছেন। দিব্যা আগরওয়ালকে সাম্প্রতিক ছবিতে আবেদনময়ী এক্সপ্রেশনের সাথে পোজ দিতে দেখা গেছে। দিব্যা আগরওয়ালের এই ছবিগুলো নেটিজেনদের মাঝে সাড়া ফেলেছে।
দিব্যা আগরওয়ালের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বড় ফ্যান-ফলোয়ার রয়েছে। দিব্যার কাজের সম্পর্কে কথা বলতে গেলে, অভিনেত্রী এমটিভি স্প্লিটসভিলা ১০, এস অফ স্পেস ১ এর রানার আপ এবং বিগ বস ওটিটিতে জয়ী হয়েছেন।
You must log in to post a comment.