
ঢাকায় ফিরলেন অনন্ত-বর্ষা
তারকা দম্পতি অনন্ত-বর্ষা সম্প্রতি নতুন সিনেমা ‘কিল হিম’-এর শুটিং শুরু করেছেন। বগুড়ায় ২০ দিনের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তারা।
প্রথম লটে ৯০ শতাংশ কাজ শেষ করেছেন বলে জানান এর পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি বলেন, ‘কিল হিম’ সিনেমার প্রথম লটের শুটিং বগুড়ায় শেষ করেছি। এই লটে সিনেমার ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। ঢাকায় এর বাকি অংশের শুটিং শেষ করবো। এছাড়া এর গানের শুটিং দেশের বাহিরে করা হবে।’‘কিল হিম’ সিনেমায় বরাবরের মতো অনন্তের বিপরীতে দেখা যাবে বর্ষাকে।
এ ছাড়া এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, নায়ক রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই। ৮ বছর পর পবিত্র ঈদুল আজহায় ‘দিন: দ্য ডে’ সিনেমার মাধ্যমে প্রেক্ষাগৃহে ফেরেন অনন্ত জলিল। এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছেন তিনি।
এদিকে, অনন্ত-বর্ষার ‘নেত্রী দ্য লিডার’ সিনেমাটি শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব ও অনন্ত জলিল।
You must log in to post a comment.