
দুই যুগলের অন্তরঙ্গতা দেখে ফেলায় কিশোর খুন
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে সড়কের পাশে দুই প্রেমিক যুগলের অন্তরঙ্গতা দেখে হাসাহাসি করায় এক স্কুলছাত্রকে পিটিয়ে কিশোর খুন করার অভিযোগ উঠেছে।
রবিবার দুপুর ২টার দিকে উপজেলার শংকুচাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ১৫ বছর বয়সী কিশোর স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, রবিবার দুপুরে উপজেলার শংকুচাইল গ্রামে সহপাঠীদের সঙ্গে পূর্ণমতি সড়ক এলাকায় সেচ পাম্পে গোসল করতে যায় ওই কিশোর । এমন সময় দুই বাইকে করে দুই যুবক আরও দুই কিশোরীকে নিয়ে ওই সড়কে ঘুরতে আসে। সম্ভবত তারা প্রেমিক-প্রেমিকা। সড়কের পাশে বাইক আরোহী দুই যুবক ওই দুই কিশোরীর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার সময় রায়হান ও তার সহপাঠীরা তা দেখে হাসাহাসি করে। হাসাহাসি করার কারণে বাইকে থাকা যুবকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।
তিনি আরও জানান, বাইক আরোহীরা ফোন করে অন্যদের ঘটনাস্থলে আসতে বলে। পরে দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে ওই রায়হানকে পিটিয়ে পাশের ঘুংগুর নদীতে ফেলে দেয়। পরে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠাতে বলেন চিকিৎসক। রাজধানীতে যাওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় রাত ১১টায় ওই কিশোরের মৃত্যু হয়।
ওসি মারুফ জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
You must log in to post a comment.