
সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
নওগাঁর পত্নীতলয় সড়কের পাশ থেকে হাবারো ভুইমালি ৬৫ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত হাবারো ভুইমালি উপজেলার মহিষবাতান গ্রামের রাজ মহনের ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পত্নীতলা গ্রামের সড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, উদ্ধারের সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এবিষয়ে থানায় কোন মামলা হয়নি।
You must log in to post a comment.