
মেঘনায় নৌকাডুবি: এখনও মেলেনি নিখোঁজ ২ জেলের সন্ধান
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের সন্ধান মেলেনি। নিখোঁজ দুই জেলে হলেন রিয়াদ হোসেন ও মুক্তার শেখ।
মঙ্গলবার সকাল ৯টার পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে সকাল থেকে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলছে।
এর আগে রবিবার মধ্যরাতে সদর উপজেলার হরিণা এলাকার মেঘনায় নৌকাডুবির ঘটনায় এক জেলের মৃত্যু এবং দুজন নিখোঁজ হন। মৃত জেলে আবদুল জলিল সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
চাঁদপুরে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, স্থানীয়দের সহায়তায় এক জেলের মরদেহ ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন দুই জেলে।
You must log in to post a comment.