
দিনের শুরুতে সূচকে ঊর্ধ্বগতি শেয়ারবাজারে
ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উত্থানে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচক বাড়লেও অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১১টা নাগাদ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২১৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ৭৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৮ টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ২৮৭ কোটি ৫৪ লাখ ৫৯ হাজার টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৬১ পয়েন্টে।
এ সময় সিএসইতে লেনদেন হওয়া ১২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, দর কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আলোচিত সময়ে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৮৩ হাজার টাকা।
You must log in to post a comment.