
স্ত্রীর ওপর অভিমানে স্বামীর আত্মহত্যা
বগুড়া শেরপুরে কুসুম্বি ইউনিয়নে স্ত্রীর সঙ্গে অভিমান করে লিটন সরকার (৪০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে বনমরিচা হলদিপাড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত লিটন সরকার বনমরিচা এলাকার রেজাউল সরকারের ছেলে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, কিছুদিন আগে মেয়ের ডিভোর্স হয়। মেয়ে বাড়িতে চলে আসে। মঙ্গলবার রাত ৯টার দিকে মেয়ে ও স্ত্রীর সঙ্গে এ বিষয় নিয়ে লিটনের কথা কাটাকাটি হয়। পরে লিটন অভিমান করে মাফলার দিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্ত্রী শিমু খাতুন তার কোন সাড়া না পেয়ে রাত ২টার দিকে ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
You must log in to post a comment.