
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬০
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ তাদেরকে আটক করা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ৬০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় পাঁচহাজার পিস ইয়াবা, ৫৮০ গ্রাম হেরোইন, ৭৫ বোতল ফেনসিডিল এবং ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।
You must log in to post a comment.