
২৭ জেলায় শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডা
পৌষের ধারাবাহিকতায় মাঘ মাসের শুরুর দিকেও শীতের দাপট অব্যাহত আছে। মৃদু থেকে মাঝারি মানের শৈত্যপ্রবাহও বয়ে যাচ্ছে ২৭ জেলায়। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী; রাজশাহী বিভাগের বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
এছাড়াও ঢাকা বিভাগের টাঙ্গাইল, ফরিদপুর, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, কুমিল্লা; সিলেট বিভাগের মৌলভীবাজার, খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এদিকে নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬ ডিগ্রি সেলসিয়াস আর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬ দশমিক ৫ ডিগ্রি দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
You must log in to post a comment.