
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সালমান খান
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সালমান খান; ফলে বিগ বসের মঞ্চে সঞ্চালনায় আসতে হচ্ছে করণ জোহরকে।
গত চার-পাঁচ দিন ধরে অসুস্থ বোধ করছিলেন সালমান। তারপর পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
মশাবাহিত এই রোগে আক্রান্ত হওয়ায় এই অভিনেতাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সব ধরনের শারীরিক পরিশ্রমও তার জন্য এখন নিষেধ। ফলে ‘বিগ বস’ সঞ্চালনায়ও বিরতি দিতে হচ্ছে তাকে।
গত এক দশকে এই প্রথম ‘বিগ বস’কে কিছুদিনের জন্য ভাইজান ছাড়াই এগোতে হবে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমান যত দিন না সুস্থ হন, ততদিন এই রিয়েলিটি শো চালিয়ে নেবেন হিন্দি সিনেমার নির্মাতা-প্রযোজক করণ জোহর।
You must log in to post a comment.