
ডিএনসিসি কোভিড হাসপাতালে আজ থেকে শুরু ডেঙ্গুর চিকিৎসা
ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে আজ রবিবার থেকে ডেঙ্গুর চিকিৎসা শুরু হচ্ছে। হাসপাতালটিতে ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিটে ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার রাত সাড়ে দশটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের এক সভায় এই সিদ্ধান্ত হয়। অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর দেশে গত এক দিনে রেকর্ড ৯২২ ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪০৪ জনে। গত ১৮ অক্টোবর ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
You must log in to post a comment.