
খাটের নিচে তেলের খনি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তেল গতকাল চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় প্রায় ১৫ হাজার লিটার তেল জব্দ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, ১৮ অক্টোবর সরকারি তেল চুরি নিয়ে থানায় একটি মামলা হয়। তথ্য-প্রযুক্তির সাহায্যে ওই তেল চুরিতে জড়িত ট্রাকচালক নিজামের অবস্থান শনাক্ত করা হয়।
তাকে গ্রেফতারের পর অভিযানে নেমে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার এক প্রবাসীর বাড়িতে লুকিয়ে রাখা এসব তেল উদ্ধার করা হয়।
ট্রাকচালক নিজাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, ওসমান নামে এক ব্যক্তি তার কাছ থেকে চুরি করা এসব তেল কিনে নেন। পরে ওসমান তার শ্বশুরবাড়িতে ওই তেল লুকিয়ে রাখেন।
এসআই রাজ্জাক বলেন, মামলার আলামত হিসেবে এসব তেল জব্দ করে সিদ্ধিরগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছে।
You must log in to post a comment.