
আর দালালি করতে চায় না জাতীয় পার্টি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের একজন জনমুখী নেতা উল্লেখ করে জাহাঙ্গীর আহমেদ বলেন, জনবান্ধব নেতা বলেই তিনি জনগণের পক্ষে প্রতিনিয়ত কথা বলছেন। সরকারের খারাপ কাজের সমালোচনা করছেন। তিনি চান একটি শক্তিশালী বিরোধী দল গঠন করতে। মহানগর জাতীয় পার্টির এ শীর্ষ নেতা বলেন, দলকে সুসংগঠিত করতেই ময়মনসিংহ জেলা ও মহানগরে নতুন আহ্বায়ক কমিটি হয়েছে।
নয়া এই কমিটি ৪৫ দিনের মধ্যে অধীনস্থ ইউনিটগুলোতে কমিটি করবে। পরে জেলার সম্মেলন হবে। সম্মেলনে পার্টির চেয়ারম্যান জি এম কাদের উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ময়মনসিংহ সদরসহ গোটা জেলার নেতারা এখন দলের চেয়ারম্যানের অনুসারী।
জেলা ও মহানগরে মাত্র ১০ থেকে ১২ জন আছেন, যারা রওশন এরশাদপন্থি। সম্প্রতি নয়া জেলা কমিটির পরিচিতি সভা হয়েছে, যেখানে আগত নেতারা জি এম কাদেরের নেতৃত্বে এখন উজ্জীবিত বলেই মনে হয়েছে। বিভিন্ন নির্বাচনে এত দিন প্রার্থী সংকট ছিল বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আসছে সংসদ নির্বাচনসহ যে কোনো নির্বাচনে এখন আমাদের প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা আছে। কারণ এত দিন দল গোছানো ছিল না। এখন পূর্ণ সাংগঠনিক শক্তি আমাদের আছে।
কেন্দ্রীয় কমিটির এই সহসভাপতি মূল স্রোতের সঙ্গে আছেন এমনটা দাবি করে বলেন, অনেক নেতা ইন্ধন দিয়ে রওশন এরশাদকে মূল স্রোতের বাইরে নিয়ে গেছেন, ময়মনসিংহ জাতীয় পার্টিসহ গোটা দেশে যা বিভেদ সৃষ্টি করেছে।
You must log in to post a comment.