
বিমানে ঝাঁকুনি, হুমড়ি খেয়ে অনেক যাত্রী আহত
আটলান্টিকের উপর দিয়ে যাওয়ার সময় তুমুল টার্বুলেন্স। মাদ্রিদ থেকে বুয়েনস আয়ার্সগামী ফ্লাইটে তীব্র টার্বুলেন্সে আহত হন প্রায় ১২ জন যাত্রী। ১৮ অক্টোবর অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস-এর ফ্লাইট আর১১৩৩-এর ঘটনা। মাদ্রিদ থেকে ইজিজা বিমানবন্দরে যাচ্ছিল এই বিমানটি। ঘটনার দিন রাত ৮টার দিকে যাত্রা শুরু করেছিল এই বিমানটি। যাত্রীদের একাংশের অভিযোগ, তুমুল টার্বুলেন্সের সময়েও তাদের সেফটি বেল্ট লাগানোর বিষয়ে সতর্ক করা হয়নি। আসলে তার সময়ই পাননি বিমানসেবিকারা। হঠাৎ শুরু হওয়া ভয়ানক টার্বুলেন্সে সবাই ছিটকে যান। বিমানের মেঝেয় লুটিয়ে পড়েন বিমানসেবিকারাও। এক যাত্রী বলেন, বিমানটি হঠাৎ তীব্র বেগে নামতে শুরু করে। তারপর সঙ্গে সঙ্গে লাফিয়ে উপর দিকে উঠে যায়। এর ফলে যাত্রীরা জড়তার প্রভাবে প্রথমে হাওয়ায় ভেসে ওঠেন। এরপর তীব্র বেগে বিমানের মেঝে, সিটে আছড়ে পড়েন। বিমানে প্রায় ২৭১ জন যাত্রী এবং ১৩ জন ক্রু সদস্য ছিলেন। অনেক যাত্রীরই হাত-পায়ে তীব্র আঘাত লাগে। অনেকে বিমানের মেঝেয় মুখ থুবড়ে পড়েন। আঘাতের তীব্রতায় নাক ফেটে যায় কারও কারও। এয়ারলাইন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক সুশ্রষার পর আহতদের ছেড়ে দেয়া হয়েছে। অপ্রত্যাশিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাস।
সিএনএন।
You must log in to post a comment.