
৫৫ টাকায় চিনি বিক্রি করবে টিসিবি
রাজধানীর গুরুত্বপূর্ণ ও উন্মুক্ত স্থানে জনসাধারণের কাছে ভর্তুকি মূল্যে চিনি বিক্রির কার্যক্রম শুরু করছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার দুপুর ১টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্প্রতি চিনির বাজার অস্থিতিশীল হয়ে ওঠায় জনগণের সুবিধার কথা চিন্তা করে ভর্তুকি মূল্যে চিনি বিক্রি করবে সংস্থাটি।
এদিকে রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই।
You must log in to post a comment.