
কনসার্টের মঞ্চে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ৬০
কাচিন প্রদেশের একটি কনসার্টে বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয়দের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে প্রসিদ্ধ আর্টিস্ট, গায়ক রয়েছেন।
প্রতিবেশী দেশ থাইল্যান্ড থেকে আল জাজিরার প্রতিনিধি টনি চেং জানিয়েছেন, কাচিন প্রদেশের কানসি গ্রামে হামলায় মিয়ানমার সেনাবাহিনীর তিনটি বিমান অংশ নেয়।
হামলার পর ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। ভূমিতে গাড়ির অংশ বিশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
সাংবাদিক চেং বলেছেন, কাচিন স্বাধীনতাকামী সংগঠন যেটা কেআইও নামে পরিচিত তার ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান চলছিল। শিল্পীরা মঞ্চে পারফর্ম করার সময় বিমান হামলা হয়।
নিহতদের মধ্যে কাচিনের খুবই জনপ্রিয় কিছু শিল্পী রয়েছেন।
গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী অং সান সু চি সরকারকে হঠিয়ে অভ্যুত্থান করে। এরপর দেশটির সাধারণ জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। মিয়ানমারের জান্তার বিরুদ্ধে সাধারণ জনগণ সশস্ত্র লড়াইয়ের ডাক দিয়েছে।
কাচিনের স্বাধীনতাকামী সংগঠন কেআইও তখন থেকে জান্তার বিরুদ্ধে লড়াই করছে।
You must log in to post a comment.