
পশ্চিমবঙ্গে সিতরাং-এ বড় কোনো ক্ষতি নেই
ঘূর্ণিঝড় সিতরং-এর ফলে কলকাতা সহ পশ্চিমবঙ্গে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৃষ্টি ও ঝড়ের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় কিছু মাটির বাড়ি ধসে পড়েছে। কলকাতা, হাওড়া, হুগলির বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সৃষ্টি করেছে সিতরাং। দক্ষিণ 24 পরগণা জেলা প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা। ওই এলাকায় 295টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অরেগন রাজ্য বাসিন্দাদের অস্থায়ী আবাসন প্রদানের জন্য 461টি আশ্রয়কেন্দ্র খুলেছে। এসব শিবিরে আছেন ৪২ হাজার মানুষ।
You must log in to post a comment.