
দেশলাইয়ের লাঠি জ্বালিয়ে বিকট শব্দে বিস্ফোরণ, শিশুসহ চারজন দগ্ধ
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ শহরের একটি বাড়িতে কেউ দেশলাইয়ের লাঠি পোড়ালে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ফ্ল্যাটের বাসিন্দা স্বামী, স্ত্রী ও তাদের সন্তানসহ চারজন গুরুতর দগ্ধ হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সংযোগটি ভুলবশত চালু হয়ে গেছে। সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, রুমের একটি দেয়াল ধসে পড়েছে। বিস্ফোরণের পর পাশের আরেকটি বাড়ির কাঁচ ভেঙে যায়। আহতরা হলেন- রাশেদুল ইসলাম, তার স্ত্রী সোনিয়া আক্তার, তাদের আড়াই বছরের ছেলে রিফাত হোসেন ও একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ফারুক হোসেন। তাদের গ্রামের বাড়ি সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামে।
আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পতি ও তাদের সন্তানকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ফারুককে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদুল ইসলাম নারাঙ্গাই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মাংস বিক্রি করেন। সোমবার ঝড়ের কারণে ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়েন। রাশেদুল ও ফারুক নামের দুই রুমমেট ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে ঘুমিয়ে পড়েন। রাশেদুলের স্ত্রী রিফাত ও তাদের সন্তান অন্য ঘরে ঘুমিয়ে পড়ে।
দগ্ধ ফারুক হোসেন জানান, ভোর চারটার দিকে তিনি ঘুম থেকে উঠে দোকানে যাওয়ার জন্য ডাকেন। আমরা জেগে উঠি এবং ঘরে শক্ত কিছুর গন্ধ পাই। এ সময় রাশেদুল সিগারেট জ্বালাতে একটি ম্যাচ জ্বালিয়ে বিস্ফোরণ ঘটায়। এর পর কী হয়েছে বলতে পারব না। প্রফেসর বলেন, রাতে দরজা-জানালা বন্ধ করে বাড়ির লোকজন গ্যাসের লাইন খোলা রাখতে পারেন। ধারণা করা হচ্ছে একটি বন্ধ ঘরে আগুন জ্বালানোর পর বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পাঠায়।
You must log in to post a comment.