
বাস মালিক সমিতির নেতার ওপর হামলার ঘটনায় বাস চলাচল বন্ধ
দিনাজপুর পার্বতীপুর বাস মালিক সমিতি বাতিল বাস চুক্তির বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন ফয়জার রহমান।
সোমবার রাতে পার্বতীপুর পৌর এলাকার রহমতনগর মোড়ে ফয়জার রহমানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে ঢাকাসহ পার্বতীপুরের সব রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিক সমিতির নেতারা।
ফয়জার রহমান পার্বতীপুরের ব্যবসায়ী মকবুল হোসেনের ছেলে। রোগী বর্তমানে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার রহমতনগর মোড়ে হেলমেট পরা একদল দুর্বৃত্ত ফয়জারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে পথচারীরা তাকে দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। এদিকে আজ সকালে পার্বতীপুর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পার্বতীপুর থেকে ঢাকা, সৈয়দপুর, ফুলবাড়ীসহ অভ্যন্তরীণ রুটে কোনো বাস ছেড়ে যায়নি।
বাসে থাকা লোকজন বাস থামানোর সিদ্ধান্ত নেওয়ায় সমস্যায় পড়েছেন। দিনাজপুরে পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন জোহরা। তিনি বলেন, বাস স্টপেজ সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বাস টার্মিনালে পৌঁছান এবং সম্পূর্ণ বিভ্রান্তিতে পড়েন। আমি অন্য উপায়ে ইজিবাইক নিতে যাচ্ছি।
বাস মালিক সমিতি শ্রমিক সংগঠনের সঙ্গে একত্রে এই ধর্মঘট পালন করছে। যতক্ষণ পর্যন্ত অপরাধীদের গ্রেফতার না করা হবে ততক্ষণ আমাদের বাস রাস্তায় চলাচল করবে না। এ ঘটনায় মামলা করা হবে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাস মালিক সমিতির নেতার ওপর হামলার বিষয়টি অবগত থাকায় তিনি বিষয়টি জানতে পেরেছেন বলে জানান। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
You must log in to post a comment.