
পরমাণু অস্ত্রের বার্ষিক মহড়া পর্যবেক্ষণ করলেন পুতিন
আট মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর এক বার্ষিক পরমাণু মহড়া পর্যবেক্ষণ করেছেন।
ভিডিও লিংকের মাধ্যমে এই মহড়া পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট পুতিন
ক্রেমলিন জানিয়েছে, এই মহড়ার সময় দূর প্রাচ্য এবং আর্কটিক অঞ্চলে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রকে এই মহড়ার ব্যাপারে রাশিয়া আগে-ভাগেই জানিয়েছিল দুই দেশের মধ্যে সম্পাদিত এক চুক্তির অধীনে।
রাশিয়া ক্রমাগত অভিযোগ করে যাচ্ছে যে ইউক্রেন একটি ‘ডার্টি বোমা’ ব্যবহারের ষড়যন্ত্র করে যাচ্ছে, যদিও এর পক্ষে কোন প্রমাণ তারা দেয় নি। এই অভিযোগের পটভূমিতেই রাশিয়া এরকম একটি মহড়া চালালো।
‘ডার্টি বোমা’ বলতে বোঝানো হয় তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত কোন বোমা। তবে রাশিয়ার এই অভিযোগ বেশিরভাগ পশ্চিমা দেশ ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়ার এই দাবি থেকে এমন ইঙ্গিত পাওয়া যায় যে তারাই হয়তো এরকম একটি হামলার প্রস্তুতি নিচ্ছে।
You must log in to post a comment.