
১০ সোনার বারসহ আটক দুই জন বেনাপোলে
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই ভাই মিলন হোসেন ও হিরন মিয়াকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে বেনাপোল বুশাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের প্যান্টের বেল্টে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করে বিজিবি। আটক মিলন ও হেলেন চুয়াডাঙ্গার মুনিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। যশোর 49-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বেনাপোল বুশাল এলাকায় অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ১ কোটি ৮ লাখ টাকা।
এছাড়াও, তাদের মলদ্বারে সোনার চালান আছে সন্দেহে নাভারন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
এ নিয়ে ১০ দিনের ব্যাবধানে ৫৩টি সোনার বার জব্দ করল বিজিবি। গত ১৪ অক্টোবর ৪৩টি সোনার বার আটক করে বিজিবি।
You must log in to post a comment.