
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু
টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লিটন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর দুই বন্ধু ও এক পথচারী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলার ফলদা ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন গোপালপুর উপজেলার জ্যোত আতাউল্ল্যা গ্রামের আয়নাল হকের ছেলে।আহত দুই বন্ধু একই গ্রামের জহির উদ্দিনের ছেলে মারুফ (১৫), খলিলুর রহমানের ছেলে শাওন (১৫)। তারা ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
এ ছাড়া আহত পথচারী ফলদা ঘোনাপাড়ার হাজি আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪৫)। ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, সকালে বাড়ি থেকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে গিয়ে ঘুরতে বের হয়। পথিমধ্যে রাস্তায় এক পথচারীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বন্ধু মারুফ ও পথচারী জয়নাল আবেদীনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
You must log in to post a comment.