
বউদের মিডিয়ায় কাজ করা ঠিক নয় -সিদ্দিক
অভিনেতা সিদ্দিকুর রহমানের আট বছরের সংসার ভেঙেছে বেশ কয়েক মাস আগে। তবে এই সংসার ভাঙার কারণ সম্পর্কে সিদ্দিক খোলাখুলি কিছু বলেননি। বলেছিলেন, মতের অমিলের কথা। কেন মতের অমিল হয়েছিল তা সম্প্রতি তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে অকপটে তা বলেন। তিনি বলেন, তার সাবেক স্ত্রী মারিয়া মিম মিডিয়ায় কাজ করতে চেয়েছেন। এ নিয়েই শুরু হয় মনোমালিন্য। আমার সাবেক স্ত্রী নায়িকা হওয়ার চেষ্টা করেছিলেন। আমি তাকে বলেছি, তুমি নায়িকা হবা সেটা কখনই সম্ভব না। ঘরের বউদের কখনই নায়িকা হওয়া উচিৎ না। মিডিয়ায় কাজ করা ঠিক না। বউদের ঘরে থাকা উচিত। সেই জায়গা থেকে আমাদের মনোমালিন্য শুরু হয়, দূরত্ব বাড়তে থাকে। এরপর ও আলাদা হয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনতে। সে আসেনি। অবশেষে বিচ্ছেদের পথেই হাঁটতে হয়েছে। সিদ্দিক বলেন, দুঃখ একটাই আমার বাচ্চাটা নিয়ে। একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চাকে মানুষ করা খুব কঠিন। বাচ্চাটার জন্য আমি বিয়ে করছি না। টাইম নিচ্ছি। উল্লেখ্য, সিদ্দিকের একটি ছেলে সন্তান রয়েছে। ছেলে তার সঙ্গে থাকে।
You must log in to post a comment.