
অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা
সারাদেশে আবহাওয়ায় পরিবর্তনের আভাস নেই। এছাড়া আজ সন্ধ্যা পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গতকাল ২৭ অক্টোবর রাতে আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানিয়েছেন।
পূর্বাভাসে আবহাওয়াবিদ জানান, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আজ শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
You must log in to post a comment.