
সীমান্ত থেকে ১২০ কেজি সীসা উদ্ধার
মেহেরপুরের খালপাড়া সীমান্ত থেকে সীসা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পরিত্যক্ত অবস্থায় সীসাগুলো উদ্ধার করে বিজিবি।
বুড়িপোতা কোম্পানি কমান্ডার তৌহিদুজ্জামান জানান, সদর উপজেলার খালপাড়া সীমান্ত দিয়ে চোরকারবারীরা সীসা জাতীয় পদার্থ ভারতে পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে।
জানা যায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে সীসাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে খালপাড় গ্রামের মেইন পিলার ১১৫-এর সাব পিলার ৭-এর কাছের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কয়েকটি পলিথিনের বস্তায় জড়ানো সীসাগুলো উদ্ধার করা হয়। সীসাগুলোর ওজন ১২০ কেজি। যার প্রতি কেজি সীসার বাজার মূল্য দুই হাজার টাকা।
ক্যাম্প কমান্ডার জানান, এই সীসাগুলোর মোট মূল্য দাঁড়ায় দুই লাখ ৮০ হাজার টাকা। চোরকারবারীদের ধরতে কঠোর অবস্থানে রয়েছি আমরা।
You must log in to post a comment.