
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের গ্রেফতার ২৭
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞানপার্টি এবং ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৭ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে র্যাব-৩। র্যাব জানায়, গ্রেফতাররা বাস, রেল ও লঞ্চ স্টেশন ঘিরে বেশি সক্রিয়। মূলত সন্ধার পরে তারা বেশি বেপরোয়া হয়ে ওঠে। ছিনতাইকাজে বাধা দিলে নিরীহ যাত্রী বা পথচারীদের হত্যা করতেও দ্বিধা করে না। শুক্রবার (২৭ অক্টোবর) র্যাব-৩ এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন- রুবেল (১৯), আরমান (২১), তুহিন মোল্লা (৩৫), শামীম শেখ (২৩), শান্ত (১৯), বাবু মিয়া (৩২), সোহাগ (২৮), আরশেদ (২৫), মিলন (২৫), সাকিব (২০), সাগর (২২), বাবু হোসেন গাজী (২৬), আকাশ (২২), ইমরান (২২), সাগর (২৮), শান্ত (২২), রিফাত উদ্দিন (২৩), সুজন (২২), সুজন (২৩), ওয়াসিম আকরাম (২২), ইব্রাহিম (২২), আরিফ হোসেন (২৭), সুমন (২২), কবির হোসেন (৩৫), কামরুল হাসান (৩৮), রকি ব্যাপারী (৩২) ও সোহাগ (৩২)। তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, আটটি চাকু, দুটি ক্ষুর, নয়টি ব্লেড, তিনটি অ্যান্টিকাটার, তিনটি বিষাক্ত মলমের কৌটা, দুটি বিষাক্ত স্প্রে, সাতটি মোবাইল ফোন, দুটি সিম, পাঁচটি মানিব্যাগ, দুটি ঘড়ি, একটি হেডফোন ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেফতাররা রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করে সহজ-সরল যাত্রীদের টার্গেট করে দেশীয় অস্ত্র বা চেতনানাশক ওষুধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে পড়লে সর্বস্ব কেড়ে নিয়ে চলে যায়। এসব চক্র মূলত সন্ধার পরে বেপরোয়া হয়ে ওঠে। কখনো ছিনতাইকাজে বাধা দিলে নিরীহ যাত্রী বা পথচারীদের হত্যা করতেও দ্বিধা করে না। অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।
You must log in to post a comment.