
ঝিনাইদহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে দুদক
পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের সমন্বিত কার্যালয়, ঝিনাইদহের সহকারী পরিচালক বাদী হয়ে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৭১/১০৯ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন।
বুধবার দুদকের মিডিয়া উইং আমরা স্বাধীনকে বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার নথি অনুযায়ী, ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বিরুদ্ধে মোট ১ কোটি ৩৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার ১৮ লাখ টাকার সম্পত্তি, ১ কোটি টাকার বাড়ি, ১ কোটি ৩৯ লাখ টাকার স্থাবর সম্পত্তি এবং যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির পাশাপাশি ২২ লাখ টাকার আসবাবপত্র ছিল।
You must log in to post a comment.