
মেসির জন্য আমরা যুদ্ধে যেতে পারি: মার্তিনেজ
প্রস্তুত হচ্ছে টিম আর্জেন্টিনাও। কাতার বিশ্বকাপের ডামাডোল বাজছে। দেশটির ফুটবলের সবচেয়ে মহাতারকা লিওনেল মেসি ইঙ্গিত দিয়েছেন এবারের বিশ্বকাপই হয়তো তার শেষ।
কিন্তু মেসির সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজ বলছেন ভিন্ন কথা। এই ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারের বলেছেন, ‘এটা কীভাবে মেসির শেষ বিশ্বকাপ হয়? না না, সে পাগলামি করছে। আমরা তাকে যেতে দেব না। আমরা তার জন্য যুদ্ধ যাচ্ছি। ’
যদিও কাতার বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেছিলেন, ‘বিশ্বকাপের জন্য দিন গুনছি। প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা একই সঙ্গে কাজ করছে। আমরা এটা জিততে চাই, কী হবে জানি না। তবে এটাই শেষ, যা-ই হোক না কেন।’
এবার দেখা যাক কার কথা হয় সত্যি মেসি নাকি মার্তিনেজ…
You must log in to post a comment.