
ভারতের বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ৫০
ভারতের বিহার রাজ্যের আওরঙ্গাবাদ শহরের শাহগঞ্জ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের জেরে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর।
আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন তারা
উত্তর বিহারসহ ও পূর্বভারতের বিভিন্ন রাজ্যে চার দিনব্যাপী ছট পূজা শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। পুলিশ ও দমকল কর্মীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার রাত আড়াইটার দিকে শাহগঞ্জের অনিল গোস্বামী নামের এক ব্যক্তির বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত। ওই সময় বাড়িটিতে পূজার প্রসাদ রান্না করা হচ্ছিল।
সিলিন্ডার বিস্ফোরণের জেরে শর্ট সার্কিট হওয়ায় আগুনের ব্যাপ্তি আরো বেড়ে যায়। আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন।
অনিল গোস্বামীর বাড়িটি শাহগঞ্জ পুলিশ স্টেশনের কাছেই। আগুন লাগার পর দ্রুত ওই এলাকায় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন।
প্রাথমিক অবস্থায় আহতদের সবাইকে আওরঙ্গাবাদ সদর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের মধ্যে কয়েকজনকে কয়েকটি ব্যক্তিগত নার্সিং হোমে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শাহগঞ্জ পুলিশ স্টেশনের উপ পরিদর্শক বিনয় কুমার।
You must log in to post a comment.