
পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শাহবাজ শরিফের সরকারকে আলটিমেটাম
পাকিস্তানে কোনো বিদেশি শক্তির শাসন মেনে নেয়া হবে না। লাহোরে বহুল আলোচিত লং মার্চে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শাহবাজ শরিফের সরকারকে আলটিমেটামও দেন পিটিআই প্রধান ইমরান খান।
তিনি বলেন, ছয় দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এই নির্বাচনে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ইমরান খান বলেন, আমেরিকার সাহায্য নিয়ে পালাতে হবে শাহবাজ প্রসাশনের অনুসারীদের। লাহোরের পর রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালাসহ বিভিন্ন শহরে সমাবেশের পর এই লংমার্চ ৪ নভেম্বর ইসলাবাদে শেষ হবে।
লংমার্চ ঠেকাতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য। গ্রেফতার করা হয়েছে পিটিআই’র ১৩শ নেতা-কর্মীকে। সূত্র : এনডিটিভি
You must log in to post a comment.