
ব্রিটিশ নৌবাহিনীর সাবমেরিনে যৌন হয়রানির অভিযোগ
সাবমেরিন সেবায় কাজ করা নারীরা যৌন হয়রানি ও বুলিংয়ের শিকার হয় এমন অভিযোগ ওঠার পর তদন্তের নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর প্রধান।
অ্যডমিরাল বেন কি এমন অভিযোগকে জঘন্য বলে আখ্যা দিয়ে বলেন, ‘ব্রিটিশ নৌবাহিনীতে যৌন হয়রানির কোনো স্থান নেই এবং এটা কোনোভাবেই সহ্য করা হবে না। ’
তিনি আরও বলেন, ‘কারো বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ’
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, এক নারী নৌকর্মকর্তা অভিযোগ করেছেন যে ঘুমন্ত অবস্থায় তাকে এক উচ্চপদস্থ কর্মকর্তা নির্যাতন করেছে।
এছাড়াও আরেক সিনিয়ন কর্মকর্তা তার কিডনি বরাবর আঘাত করেছে।
এছাড়াও আরেক কর্মকর্তার বিরুদ্ধে ওই নারী নগ্ন করে ছবি তোলার অভিযোগও করেন।
আরেক নারী অভিযোগ করেছেন, তাদেরকে বারবার যৌনকর্ম করতে বলা হতো।
সূত্র: বিবিসি
You must log in to post a comment.