
ভারত থেকে আসা মিতালী এক্সপ্রেসের ৮৪ যাত্রী অল্পের জন্য রক্ষা পেলো
দিনাজপুর হিলিতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ভারতের নিউ জলপাইগুড়ি থেকে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনের ৮৪ যাত্রী। ভারত থেকে পাথর বোঝাই একটি ট্রাক হিলি চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করার সময় রেললাইনের ওপর বিকল হয়ে যায়। একই সময় ওই রেললাইন দিয়ে মিতালী এক্সপ্রেস ট্রেনটি আসলেও এলাকাবাসীর লাল কাপড় উড়িয়ে সংকেত দেয়ায় চালক ইমার্জেন্সি ব্রেক করলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় উভয় যানবাহন। গতকাল বিকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চেকপোস্ট গেটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুরের হিলি চেকপোস্ট গেট দিয়ে ভারত থেকে আমদানিকৃত একটি পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ট্রাকটি বন্দরের পানামা পোর্টের ওয়্যার হাউজে যাওয়ার সময় রেললাইনের উপর ওঠামাত্র ইঞ্জিন বিকল হয়ে পড়ে। একই সময় ভারতের নিউজলপাইগুড়ি রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এক্সপ্রেস ট্রেনটিও বিরামপুর অতিক্রম করে হিলির দিকে আসতে থাকে।
এই অবস্থায় হিলি চেকপোস্টে থাকা লোকজনরা ট্রেন আসার খবরে দৌড়ে ১নং আউটার সিগনালের কাছে গিয়ে লাল কাপড় উড়াতে থাকে। সেইসঙ্গে হিলি রেলস্টেশন থেকে পাকশী কন্ট্রোলরুমে ঘটনাটি জানিয়ে দেয়া হয়। কয়েক মিনিট পর ট্রেনটি লাল কাপড় উড়ানো দেখে সিগনালের কাছে এসে ইমার্জেন্সি ব্রেক করে দাঁড়িয়ে যায়। রেললাইনের উপর ভারতীয় পাথর বোঝাই ট্রাকটি ১৭ মিনিট আটকে থাকে।
পরে ট্রাকের ইঞ্জিন সচল হলে ট্রাকটি রেললাইনের উপর থেকে নেমে আসে। এরপর মিতালী এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনের যাত্রী শিলিগুড়ির হৈমন্তী সরকার জানান, দ্রুতগতির ট্রেন দেখি হঠাৎ থেমে গেল। পরে জানতে পারলাম রেললাইনের উপর একটি ট্রাক উঠে নষ্ট হয়েছে। লোকজনরা ট্রেনটিকে না দাঁড় করালে হয়তো বিপদ হয়ে যেতো।
হিলি স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, শিলিগুড়ি থেকে ছেড়ে আসা ঢাকা ক্যান্টনমেন্টগামী মিতালী এক্সপ্রেস ৩১৩২নং ডাউন ট্রেনটি বিকাল ৪টা ২৫ মিটিটে উত্তরের স্টেশন বিরামপুর থেকে ছেড়ে আসে। ঠিক একই সময় হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে আমদানিকৃত পাথরবাহী একটি ট্রাক মেইন লাইনের উপর বিকল হয়ে পড়ে। আমরা ১নং সিগনাল ডাউনের কাছে গিয়ে লাল পাতাকা উড়িয়ে ট্রেনটি থামাই। পরে ট্রাকটি সচল হলে রেললাইন পার হয়ে যায়। এরপর মিতালী এক্সপ্রেস ট্রেনটি হিলি চেকপোস্ট এলাকা থেকে ছেড়ে যায়। এতে ১৭ মিনিট বিলম্ব হলেও বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেন ও ট্রাকটি।
You must log in to post a comment.