
বিশ্বের সবচেয়ে ছোট সাপ
জয় প্রিহিস্টোরিক পেটসনামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। আপলোড করার পরেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি খুব ছোট সাপ এক ব্যক্তির হাতের পাতার উপর ঘুরে বেড়াচ্ছে। জানা যাচ্ছে যে সাপটির নাম ক্যালিফোর্নিয়ার রিং নেকড স্নেক। এই সাপটি সমগ্র উত্তর আমেরিকা মহাদেশ জুড়েই দেখতে পাওয়া যায়।
সাপটি স্বভাবে খুব লাজুক এবং দিনের বেলা এর দেখা পাওয়া খুবই কঠিন। এই সাপটি স্বভাবে খুবই নিরীহ এবং বিষ নেই। সাধারণত এই সাপগুলি কমলা হলুদ বা কমলা-লাল রঙের হয়। এই সাপ লম্বায় ২৫-৪০ সেন্টিমিটার হয়ে থাকে। এই সাপ আমেরিকা মহাদেশের বাইরে খুব একটা দেখা যায়না এবং লাজুক স্বভাবের কারণে এদের সমন্ধে বিজ্ঞানীরা এখনো সবকিছু জানতে পারেননি।
You must log in to post a comment.