
গাজীপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
গাজীপুরে একটি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া পাঁচজনই মারা গেছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ার হোসেন (৩০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এর আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন জানিয়েছেন।
তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলেও জানান তিনি।
এর আগে ১৩ অক্টোবর গাজীপুরের বড়বাড়ি এলাকার ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাস জ্বালানোর সময় সিলিন্ডার বোঝাই ভ্যানে দগ্ধ হয়ে পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
এদের মধ্যে 26 বছর বয়সী মিঠু 14 অক্টোবর 100 শতাংশ পুড়ে মারা যায়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একের পর এক মারা যান আল আমিন (২৫), সিরাজুল ইসলাম (২৮) ও পারভেজ (৩৩)।
You must log in to post a comment.