
শেরপুরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, ঠাঁই নেই হাসপাতালে
গত এক সপ্তাহ ধরে শেরপুরে ডায়রিয়ার প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপে জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে স্থান নেই। চারদিন আগে ওয়ার্ডের ফ্লোর, সার্জরি ওয়ার্ডের বারান্দা ভরে গেছে। দুইদিন ধরে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুরাতন হাসপাতালের দুইতলা ছেড়ে দেওয়া হয়েছে। তবুও জায়গার সংকুলন হচ্ছে না।
ভর্তি রোগীর শুয়ে থাকার জন্য ঠাঁয় মিলছে না হাসপাতালের বারান্দায়। রোগী আরও বাড়লে বিকল্প আরও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন। লোকবল সংকটের কারণে এক সাথে এত রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, গত আট দিনে জেলা হাসপাতালে মোট ৭৬৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে বাসাবাড়িতে চিকিতসা নিচ্ছেন। পরিস্থিতি খারাপ না হলে হাসপাতাল এড়িয়ে চলছেন। আবার অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে শয্যা না পেয়ে সামান্য সুস্থ হয়ে চলে যাচ্ছেন। রোগীদের মধ্যে বয়স্ক পুরুষের সংখ্যাই বেশী। এত সংখ্যক মানুষ আক্রান্ত হলেও ডায়রিয়ায় মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। অন্যান্য উপজেলাতেও ডায়রিয়া সংক্রান কিছুটা বেড়েছে। তবে সদর উপজেলাতে এই সংখ্যা অনেক বেশী। জেলার এই প্রধান চিকিৎসা কেন্দ্রে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা আছে মাত্র ২০টি। ২০ শয্যার বিপরীতে এখন প্রতিদিন রোগী থাকছে গড়ে ৭৭ জন।
জেলা হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডাক্তার জসিম উদ্দিন জানান, দেশে প্রকৃতিগত ভাবে এই মাসে ডায়রিয়া কিছুটা বাড়ে। তবে এবার আশংকার চেয়ে বেশি বেড়েছে। লোকবল সংকট থাকলেও পরিস্থিতি শামাল দিতে আমরা প্রস্তত। রোগী বেড়ে যাওয়ায় ডায়রিয়া ওয়ার্ডে বিশেষ নজর রাখা হচ্ছে।
You must log in to post a comment.