
আমেরিকার বক্স অফিসে আয়ের শীর্ষে ‘ব্ল্যাক অ্যাডাম’
উত্তর আমেরিকার বক্স অফিসে আয়ের দিক দিয়ে শীর্ষ স্থান দখল করেছে ‘ব্ল্যাক অ্যাডাম’। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন দিয়ানে জনসন। জাওমি কলেট-সেরা পরিচালিত ছবিটি পরিবেশনের দায়িত্বে আছে ওয়ার্নার ব্রুস. পিকচার্স।
গত ২১ অক্টোবর সুপারহিরো ঘরানার ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়।
দ্বিতীয় সপ্তাহেও আয়ের শীর্ষে আছে ছবিটি। রবিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ছবিটি আয় করেছে, ১১১. ১ মিলিয়ন ডলার।
সারা বিশ্বে এখন পর্যন্ত ব্ল্যাক অ্যাডাম ছবির আয় দাঁড়িয়েছে ২৫০ মিলিয়ন ডলারে।
You must log in to post a comment.