
ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন সালমান-অনুপম-অক্ষয়
অভিনেতা সালমান খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরেই তাঁর নিরাপত্তার ইস্যুটি বেশ নজরে রেখেছিল মহারাষ্ট্র পুলিশ। অভিনেতাকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। তাই নিরাপত্তা উদ্বেগের কারণে মহারাষ্ট্র সরকার অভিনেতার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে অভিনেতা অক্ষয় কুমার ও অনুপম খেরকেও ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।
কিছুদিন আগেই পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি মুম্বাইয়ের বাড়ির বাইরে সালমানকে খুন করা সম্ভব না হতো, তাহলে পানভিলা ফার্মহাউজে ঢোকার সময় তাকে খুনের ছক কষেছিল দুষ্কৃতিকারীরা। ২০১৭ ও ২০১৮ সালেও পরপর দুবার সালমানকে প্রাণে মেরে ফেলার ছক কষেছিল এই দুষ্কৃতিকারীরা।
এসব বিবেচনার পরই সালমানের জন্য মুম্বাই পুলিশ ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করেছে। তাই এখন সালমানের নিরাপত্তায় স্পেশাল কমান্ডোরা উপস্থিত থাকবেন। এবং এই কমান্ডোদের নিয়ে সবখানে ঘুরতে হবে অভিনেতাকে। এর আগে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের ও অক্ষয় কুমার এক্স প্লাস নিরাপত্তা পেয়েছেন।
অনুপম খেরকে তার চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইল’-এর মুক্তির পর হুমকি দেওয়া হয়েছিল। যার ফলে অভিনেতাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে অক্ষয় কুমারকে তাঁর জাতীয়তার ওপর চ্যালেঞ্জ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। যার ভিত্তিতে তারকাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার সালমানের সঙ্গে এই দুই তারকার নিরাপত্তাও ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরিতে উন্নীত করা হলো।
You must log in to post a comment.