
শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে
সিরাজগঞ্জের শাহজাদপুরে এলজিএসপি প্রকল্পের ৩০ লাখ টাকা আত্মাসাতের অভিযোগে দুদকের করা মামলায় উপজেলার ১৩নং জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার সকালে তিনি আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
বিচারক ফজলে খোদা মো. নাজির শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ইউনিয়ন পরিষদের টাকা তছরুপের ঘটনায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের (৪,৫,৬নং ওয়ার্ড) সদস্য সাহেলা বেগমকে গত ১৭ জানুয়ারি সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এরপর গত এক মাস আগে একই আদালতে ইউপি সদস্য সাহেলা বেগম আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, এলজিএসপি প্রকল্পের ৩০ লাখ ১৫ হাজার ৪৪ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুদক শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ, সংরক্ষিত ৪,৫,৬নং ওয়ার্ডের সদস্য সাহেলা বেগম ও এ ইউনিয়নের সাবেক সচিব জিয়াউল হক জিয়া ওরফে হাসুর বিরুদ্ধে গত ৫ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।
ওই মামলায় এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মাহমুদ। জামিন শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদকে অভিযোগকারী সৈয়দপুর গ্রামের সুজাবুল আলম সুজাব এ বিষয়ে বলেন, সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে গত বছর আমি দুদকে একটি অভিযোগ দায়ের করি। এ অভিযোগের ভিত্তিতে দুদক দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর থেকেই আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, সুলতান মাহমুদ পরপর দুইবার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম দফায় জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করা হয়।
২য় দফা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কয়েক মাস পর তদন্তপূর্বক তার বিরুদ্ধে চার্জ গঠন হয়।
এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদকের দুর্নীতি মামলায় হাজির না হওয়ায় আদালত জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই থেকে তিনি পলাতক থেকে ফাঁকে ফাঁকে ঘোরাফেরা করছিল।
এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পুলিশ এদিনই তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।
You must log in to post a comment.