
মৌলভীবাজারে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই
সম্পত্তির জন্য বড় ভাইকে হত্যা করলো ছোট ভাই । নিহত ব্যক্তির নাম পুতুল সিঃহ (৬০)।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ১০টার দিকে দিকে বিপিন ও তার ছেলে নিশি সিংহ বড় ভাই পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়।
হামলায় ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।সে সময় পুতুলের স্ত্রী লক্ষী রাণী সিনহা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাবা-ছেলে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় লোকজন তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বুধবার দিবাগত রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্ত্রী লক্ষ্মী রাণীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় চক্রবর্তী বলেন, ‘ঘটনার খবর শুনেই রাতে পুলিশ পাঠানো হয়েছিল। হামলার পর আসামিরা পালিয়ে যায়। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এখনও থানায় কোন অভিযোগ হয়নি। তবে অভিযোগ প্রক্রিয়াধীন আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মৌলভীবাজার পাঠানো হয়েছে।
You must log in to post a comment.