
ইউক্রেনে ‘ডার্টি’ বোমার অস্তিত্ব পায়নি জাতিসংঘ
ইউক্রেনে পারমাণবিক তেজস্ক্রিয়তাসম্পন্ন ‘ডার্টি’ বোমা তৈরির কাজ চলছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে, তার কোনো প্রমাণ পায়নি জাতিসংঘের পারমাণু শক্তি সংস্থা (আইএইএ)। দেশটির সংশ্লিষ্ট স্থানগুলোতে অনুসন্ধান চালানোর পর সংস্থাটি এই অভিযোগ খারিজ করে দিয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে।
ভিয়েনাভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত সেসব পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য–উপাত্তের মূল্যায়ন এবং ইউক্রেনের দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থাটি অবস্থানগুলোতে অঘোষিত কোনো পারমাণবিক কার্যকলাপ কিংবা পারমাণবিক কার্যকলাপে ব্যবহৃত হতে পারে এমন কোনো উপকরণের ইঙ্গিত খুঁজে পায়নি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কি আইএইএ-এর এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এমনটাই হওয়ার কথা ছিল। এটি নিশ্চিত ছিল।’ জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা আইএইএ–কে বিষয়টি পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা তাদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করেছি, তাদের কাজ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং আমাদের কাছে স্পষ্ট এবং অকাট্য প্রমাণ রয়েছে যে- ইউক্রেনের কেউ কোনো ডার্টি বোমা তৈরি করেনি বা তৈরি করছে না।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের এই অঞ্চলে এখন একমাত্র নোংরা জিনিসটি হলো মস্কোর সেই ব্যক্তিদের মস্তিষ্ক যারা দুর্ভাগ্যবশত রাশিয়ার নিয়ন্ত্রণ দখল করে রেখেছে এবং ইউক্রেন ও পুরো বিশ্বকে আতঙ্কিত করছে।’
You must log in to post a comment.