
ইমরান খানকে বাঁচানো সেই যুবক পাচ্ছেন বীরের সংবর্ধনা
রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) লংমার্চকালে তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করে অজ্ঞাতনামা এক বন্দুকধারী। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন এক যুবক। তার নাম ইবতিসাম, বয়স ৩০ বছর।
যখন ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছিল, তখন হামলাকারীর ঠিক পেছনেই ছিলেন ওই যুবক।
বিষয়টি বুঝতে পেরে তিনি ঠিক সে সময় হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে ধরেন। এতে লক্ষ্যভ্রষ্ট হয় ছয় রাউন্ড গুলি, যা হয়তো ইমরানের বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় লাগতে পারত।
তবে গুলি এসে লাগে ইমরানের পায়ে। জখম হলেও আশির্বাদ হয়ে আসা যুবকের চেষ্টায় প্রাণে বেঁচে যান ইমরান খান। শুধু তাই নয়, বন্দুকধারীকে ধরতে না পারলে ইমরান খানের সঙ্গে হয়তো কয়েকজনের প্রাণ যেতে পারত। ইবতিসামের এই সাহসিকতার জন্য তাকে অনেকেই নায়কের আসনে বসিয়েছেন। প্রশংসায় ভাসছেন তিনি।
You must log in to post a comment.