
নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্যর দাম বাড়ায় অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ
আমনের মৌসুমে বাড়ছে চালের দাম : দেশের হাটবাজারে এখন নতুন আমন ধানের গন্ধ। কিন্তু এরই মধ্যে বাজারে দাম বেড়েছে চালের। গত এক সপ্তাহের ব্যবধানে মানভেদে চালের দাম বেড়েছে কেজিতে এক থেকে দুই টাকা পর্যন্ত। গতকাল বাজারে বিভিন্ন ধরনের চালের মধ্যে নাজিরশাইল/মিনিকেট ৬৫ থেকে ৮২ টাকা, পাইজাম/লতা ৫২ থেকে ৫৮ টাকা, বি-আর ২৮ জাতের চাল ৫৮ থেকে ৬০ টাকা, মোটা চাল ইরি/স্বর্ণা ৪৮ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে।
চালের পাশাপাশি আটার দামও বেড়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গতকাল তাদের প্রতিবেদনে জানিয়েছে, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আটায় দুই টাকা পর্যন্ত বেড়েছে। তবে বাস্তবে দাম বেড়েছে আরও বেশি। সংস্থাটি জানিয়েছে, খুচরা বাজারে প্রতি কেজি প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৩ টাকায়। তবে বাজারে দেখা গেছে তা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। আর খুচরা সাদা আটা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৭৮ টাকায়। বেড়েছে বড়দানা মসুর ডালের দাম। কেজিতে দুই টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়। এছাড়া মাঝারি দানা মসুর ডাল ১১৫ থেকে ১২০ টাকা ও ছোট দানা মসুর ডাল ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে এমন পণ্যের মধ্যে রয়েছে পেঁয়াজও। কেজিতে পাঁচ টাকা বেড়ে দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
You must log in to post a comment.